কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা
About:
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বৃহত্তর এলাকাধীন একটি কমিশনারেট। ১৯৯২ সালে শুল্ক ও আবগারী, খুলনা কালেক্টরেট ভেঙ্গে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা সৃষ্টি হয়। পরবর্তীতে ২০১১ সালের ২০ ডিসেম্বর মূসক বিভাগের প্রশাসনিক বিভাজনের ফলে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা পুনর্গঠিত হয়। এ কমিশনারেট পুনর্গঠিত হওয়ার পর হতে সুনামের সাথে রাজস্ব আদায়ের কাজ করে যাচ্ছে। খুলনা শহরের খালিশপুর শিল্প এলাকায় নিজস্ব ভবনে এ দপ্তরের অবস্থান।
Mission & Vission:
ভিশনঃ ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে রুপান্তর।
মিশনঃ মূসক প্রদানযোগ্য সকল প্রতিষ্ঠানকে করের আওতায় নিয়ে আসা।
Facilities:
As a company policy
Contact Us
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা
Old Jessore Road, Khulna 9000