জিরাবো ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ
About:
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন ভালো শিক্ষাপ্রতিষ্ঠান। সাভার সেনানিবাসের ছাত্র-ছাত্রীদের ভর্তির চাপ নিরসনকল্পে ও সাভার-আশুলিয়া অঞ্চলে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে এ সেনানিবাসে দ্বিতীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
সেনানিবাসের সুশৃঙ্খল নিয়ম ও নীতিমালা এবং দক্ষ ব্যবস্থাপনায় ৯ পদাতিক ডিভিশনের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার, সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, পিএসসি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় ০১ জানুয়ারি ২০১০ হতে এর শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে। ২০১০ শিক্ষাবর্ষে নার্সারি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ অনুমোদনসহ স্বীকৃতিপ্রাপ্ত। এর স্কুল কোড-১৫৬২ এবং EIIN-১৩৪১৫২। ২০১২ শিক্ষাবর্ষে নার্সারি হতে দ্বিতীয় শ্রেণি খোলার মাধ্যমে দিবা শাখা চালু করা হয় এবং বর্তমানে এ ধারা অব্যাহত রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও কল্যাণে প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউএস, পিএসসি, জি+। পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আছেন ৮১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজজামান, বিপি, এনডিসি, পিএসসি। অধ্যক্ষ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কর্নেল মো: লুৎফর রহমান, পিএসসি, এইসি।
সেনানিবাসের সুশৃঙ্খল নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, শ্রেণি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি, ছাত্র-শিক্ষক-অভিভাবক সুসম্পর্ক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ইত্যাদি মিলিয়ে বর্তমানে এটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬৩৭ জন, শিক্ষক-শিক্ষিকা ৫৭ জন, একাডেমিক কাউন্সেলর ০১ জন ও কর্মচারি ৪০ জন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে অনুষ্ঠিত সকল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসিই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হরে শতভাগ। প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকম-লী দ্বারা সকল পাবলিক পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফলে প্রতি বছর অধিকাংশ পরীক্ষার্থী জিপিএ-৫সহ উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে থাকে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন জেনারেল গ্রেডসহ মোট ২৯ জন বৃত্তি প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানের গৌরব বহুলাংশে বৃদ্ধি করেছে।
ছাত্র-ছাত্রীদের পূর্ণ মেধা বিকাশে শরীরচর্চা ও ক্রীড়ার গুরুত্ব অনস্বীকার্য। খেলাধুলা শরীর ও মনকে সতেজ করে। উন্মুক্ত পরিবেশে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য প্রতিষ্ঠানে রয়েছে উন্মুক্ত পরিবেশ ও বিস্তীর্ণ খেলার মাঠ। শিক্ষার্থীদের ক্লাসের অবসর সময় খেলাধুলাসহ শরীরচর্চার জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন। এছাড়াও ইন্ডোর গেমস পরিচালনার জন্য রয়েছে দাবা, ক্যারাম ইত্যাদি খেলার সরঞ্জামাদি। প্রতিষ্ঠানে সারা বছর চারটি হাউসের মধ্যে সব ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাউসগুলো হলো:
ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাউস (রং লাল)।
খ। ভাষা শহিদ আব্দুস সালাম হাউস (রং সবুজ)।
গ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হাউস (রং কমলা)।
ঘ। শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস (রং আকাশি)
প্রতিটি হাউসের রয়েছে নির্দিষ্ট পতাকা, হাউস টিচার ও হাউস প্রিফেক্ট।
Mission & Vission:
N/A
Facilities:
N/A
Preferred Work Types:
N/A
Contact Us
জিরাবো ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ
সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা