হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট

Branches

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট

About:

১৯৬০ সালের নভেম্বর মাসে তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার ২.৩ মিলিয়ন টাকায় গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ হাউজিং এন্ড সেটেলমেন্ট ডাইরেক্টরেট এর একটি প্রকল্প “Establishment of Building Research Center” হিসাবে এর প্রতিষ্ঠার সূচনা করে। গৃহ সংস্থান অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায় যে, ১৯৬৪-৬৫ আর্থিক বৎসর হতেই উক্ত অনুমোদিত প্রকল্পের জন্য অর্থ ব্যয় শুরু হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার আবেদনক্রমে ৭-১২-৬১ তারিখের Central Land Allocation Committee (CLAC)-এর সভায় ইনস্টিটিউটকে ৬০ একর জমি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক জমি পাওয়ার পর হাউজিং এন্ড সেটেলমেন্ট ডাইরেক্টরেট ১৯৬২ সালে ইনস্টিটিউটের মূল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ১৯৬৬ সালের ৮ ফেব্রুয়ারী হতে ১৯৬৯ সালের ৭ ফেব্রুয়ারী পর্যন্ত জাতিসংঘের Dr. W.P. Musynski, Housing & Building Research Expert হিসেবে ইনস্টিটিউটে অবস্থান কালিন এর উন্নয়নের সুপারিশ করেন।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশজ নির্মাণ উপকরণ ও সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিপুল জনগোষ্ঠির আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ১৯৭৫ সালের ১৩ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নামে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রূপ লাভ করে।

Mission & Vission:

ভিশন: পরিকল্পিত নগর; নিরাপদ ও সাশ্রয়ী আবাসন।
মিশনঃ সুষ্ঠু পরিকল্পনা ও গবেষনার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের স্বল্প ও মাধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, অবকাঠামো নির্মাণ।

Contact Us

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট

১২০/৩, দারুস-সালাম, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।

Open Jobs

Empty