মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), নোয়াখালী
About:
মেডিক্যাল এসিসট্যাটন্ট ট্রেনিং স্কুল, নোয়াখালি ১৯৭৩ সালে চালু হয়েছে। ইহা নোয়াখালি জেলার সদর উপজেলায় (জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন) অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধিন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত হয়। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি পরিচালিত মেডিক্যাল এসিসট্যান্ট কোর্স এর আওতায় উক্ত প্রতিষ্ঠানে প্রতিবছর ১০২ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। মেডিক্যাল এসিসট্যান্ট কোর্স টি ৪ বছর মেয়াদী (৩ বছর শিক্ষাবর্ষ+ ১ বছর ইন্টার্নী)।
Mission & Vission:
N/A
Facilities:
As a company policy
Preferred Work Types:
N/A
Contact Us
মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), নোয়াখালী
মেডিক্যাল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স), নোয়াখালিমাইজদী কোর্টসদর, নোয়াখালি