নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম
About:
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌ পরিবহন অধিদপ্তর একটি রেগুলেটরি সংস্থা। সংস্থাটি ১৯৭৬ সালে স্থাপিত হয়। মহা-পরিচালক অধিদপ্তরের প্রধান হিসেবে কার্য পরিচালনা করেন। অধিদপ্তর বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স, ১৯৮৩, ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স, ১৯৭৬, বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল (প্রটেকশন) অর্ডিন্যান্স, ১৯৮২ ও সময় সময় সরকার কর্তৃক নির্বাহী আদেশের মাধ্যমে প্রদত্ত কার্যক্রমসমূহ সম্পাদন করে। ১৯৭৬ সনে অধিদপ্তরের গঠন, এবং ১৯৮৩ সনে এনাম কমিটির রিপোর্ট এবং সরকারী আদেশ অনুযায়ী সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিম্নলিখিত অফিস সমূহ রয়েছে।
Mission & Vission:
ভিশন: নিরাপদ, পরিবেশবান্ধব এবং কার্যকর নৌ-চলাচল ব্যবস্থা গড়ে তোলা |
মিশন: নৌ-সংক্রান্ত আইন-কানুন প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে জাহাজ পরিদর্শন, সার্ভে,রেজিষ্ট্রেশন, নাবিকদের প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান ও প্রয়োজনীয় নৌ ব্যবস্থাপনা পরিচালনাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দূর্ঘটনামুক্ত নৌ-চলাচল নিশ্চিতকরণ ও নৌ-বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।
Facilities:
N/A
Preferred Work Types:
N/A
Contact Us
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম
নৌ-পরিবহণ অধিদপ্তর
বিআইডব্লিউটিএ ভবন (৮ম তলা)
১৪১-১৪৩ মতিঝিল বা/এ
ঢাকা ১০০০, বাংলাদেশ,