Branches

বন অধিদপ্তর

About:

ভিশন:
আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন। 

মিশন: 
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও বন্যপ্রাণী সংরক্ষণ।

Mission & Vission:

  • বন অধিদপ্তর বনজসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনার সাথে জীববৈচিত্র্য ও Watershed ব্যবস্থাপনা ও সংরক্ষণ কাজে নিয়োজিত।
  • সরকারি বনাঞ্চলের তত্বাবধায়ক হিসাবে বনজসম্পদ ও বন্যপ্রাণী রক্ষা ও ব্যবস্থাপনার  সাথে বিভিন্ন আইন ও বিধি বিধানের প্রয়োগ করা।
  • বনের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মৌলিক চাহিদা পূরণে সহায়তা প্রদান।
  • বন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন এবং গনমূখী বনায়ন কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে বনের ভূমিকা বৃদ্ধি করা।
  • জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে অবশিষ্ট প্রাকৃতিক আবাসস্থল রক্ষণাবেক্ষণ এবং অবক্ষয়িত বনাঞ্চলের পুণরুদ্ধার (Restoration)|
  • অংশীদারিত্ব ভিত্তিক বন ব্যবস্থাপনা নিশ্চিত করণ। সরকারি প্রান্তিক, নতুন জেগে উঠা ভূমি, খাস ভূমি এবং অশ্রেণীভূক্ত বনে দ্রুত বর্ধন ও উচ্চ ফলনশীল প্রজাতির গণমূখী বনায়ন কার্যক্রমের মাধ্যমে আনুভূমিক বৃক্ষাচ্ছাদন সম্প্রসারণ।
  • সরকারি ও বেসরকারি পর্যায়ে বনায়নের প্রতি সহায়তা ও উৎসাহ প্রদান। বৃক্ষরোপণ এবং কৃষি বনায়নের বিষয়ে কারিগরি উপদেশ ও সহায়তা প্রদান।
  • বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ, মরুকরণ রোধ, বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য সরকার কর্তৃক অনুস্বাক্ষরিত কনভেনশন, চুক্তি এবং প্রটোকল সমূহের প্রতিশ্রুতি পালনে সহায়তা প্রদান।
  • অবক্ষয়িত বন ও পরিত্যাক্ত ভূমি জনগণের অংশগ্রহণে পুনরুদ্ধার করা। 

Facilities:

সরকারি নিয়ম অনুসারে অন্যান্য সুবিধাদি 

Preferred Work Types:

বন সম্পর্কিত যাবতীয় বিষয়াবলী তদারকি  করা

Contact Us

বন অধিদপ্তর

বন ভবন, প্লট নং- ই-৮, বি-২, আগারগাঁও শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

Open Jobs

Empty