ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
About:
দেশের কৃষি খাতে সুষম ও উপযুক্ত সার ব্যবহারের মাধ্যমে যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস সম্বলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১ মে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীন প্রতিটি ৮০০ মে.টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ডিএপি সার কারখানা চট্টগ্রামস্থ আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় শুভ উদ্বোধন করেন। ২০০৬ সাল হতে কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
Mission & Vission:
জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডের অন্যতম কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের আপামর কৃষকদের চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে ইউরিয়া সার সরবরাহ ও বিতরণের মাধ্যমে দেশের চাহিদা মিটানো।
(খ) | দেশের মোট ইউরিয়া সারের চাহিদার যে অংশটুকু সংস্থাধীন কারখানাসমূহে উৎপাদন সম্ভব নয়, তা বিদেশ থেকে আমদানী করা।
(গ) | সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক সম্ভাব্য সর্বোচ্চ পরিমান ইউরিয়া, টিএসপি, ডিএপি সার, কাগজ, সিমেন্ট, ইনসুলেটর ও স্যানিটারীওয়ার, গ্লাসশীট ইত্যাদি পন্য উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে বাজার মূল্য স্থিতিশীল রাখা।
(ঘ) | উৎপাদিত পণ্য বিক্রয় ও বন্টনের ক্ষেত্রে সংস্থা/কারখানার লাভের চেয়ে সামাজিক ও জনকল্যাণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব প্রদান।
(ঙ) | দেশের শিল্পায়নে যথাযথ ভূমিকা এবং অবদান রাখা।
(চ) | দেশে দক্ষ জনবল গড়ে তোলা।
Facilities:
As a company policy
Contact Us
ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল) ঠিকানা: রাঙ্গাদিয়া, পোস্ট অফিস:- সিইউএফএল, উপজেলা:- আনোয়ারা, জেলা:- চট্টগ্রাম, পোস্ট কোড:-৪০০০।