বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি শিল্প প্রতিষ্ঠান। ১৯৬৭ সালের তৎকালীন পাকিস্তান সরকার এবং পশ্চিম জার্মানীর মেসার্স সিমেন্স এ.জি-এর যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি খুলনায় স্থাপিত হয়। ১৯৭২ সাল থেকে এ প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদন করে দেশের ১০০% চাহিদা পূরণ করে আসছে।
বর্তমান মোবাইল, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সাথে সমন্বয় রেখে এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল-এর ক্রমবর্ধমান ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানে একটি অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয় যা বিগত জুলাই-২০১১ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে।
অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপনে প্রয়োজনীয় HDPE Silicon Duct-এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ২০১৫-২০১৬ অর্থ-বছরে HDPE Silicon Duct তৈরীর প্ল্যান্ট স্থাপন করা হয় যা বিগত সেপ্টেম্বর’১৬ হতে পূর্ণমাত্রায় পরিচালিত হচ্ছে।
উৎপাদন বহুমূখীকরণের লক্ষ্যে এবং বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর, সার্ভিস ড্রপ ক্যাবল ও বেয়ার/ইনস্যুলেটেড ওয়্যার এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে প্রায় ২৪.১৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮-২০১৯ অর্থ-বছরে একটি আধুনিক প্লান্ট স্থাপন করা হয়। ইতোমধ্যে পরিক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। অচিরেই প্লান্টটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
Mission & Vission:
N/A
Facilities:
N/A
Preferred Work Types:
N/A
Contact Us
বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড
শিরোমোনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, খুলনা -9206, বাংলাদেশ