জাতীয় নদী রক্ষা কমিশন

জাতীয় নদী রক্ষা কমিশন

Branches

জাতীয় নদী রক্ষা কমিশন

About:

জাতীয় নদী রক্ষা কমিশন নৌ-পরিবহণ মন্ত্র আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্হা। উক্ত কমিশনের চেয়ারম্যান ও এক জন মহিলা সদস্য সহ পাঁচ সদস্যের সমন্বয়ে কমিশন গঠিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও সদস্যগন তিন বছরের জন্য সরকার কর্তৃক নিযুক্ত । কমিশনের চেয়ারম্যান এবং এক জন সদস্য সার্বক্ষনিক, অবশিষ্ট তিন জন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করছেন । নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান এম পি । এই মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ আবদুস সামাদ।
 
কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ড.মুজিবুর রহমান হাওলাদার (সচিব)। ইতিপূর্বে তিনি ভূমি মন্ত্রণালয় এর সচিব হিসাবে দয়িত্ব পালন করেন।মাঠ প্রশাসনে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে।
কমিশনে সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মো: আলাউদ্দিন। তিনি দীর্ঘ দিন যাবত নদী ব্যবস্থাপনা ও নদী সংশ্লিষ্ট কর্মে দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৬ সালে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড, ২০০৮ সালে ঢাকা সিটি করপোরেশনের সিইও হিসাবে খাল, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নয়ণ ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি জানুয়ারী ২০০৯ হতে ২০১৪ সালের মধ্য পর্যন্ত নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন । দায়িত্বকালীন তিনি টাস্ক ফোর্স কমিটি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিলেন। বর্তমানে তিনি কমিশনের সার্বক্ষনিক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

Mission & Vission:

ভিশন বা রূপকল্প (Vision) :
       দখল, দূষণ ও প্রতিরোধে কার্যকর সুপারিশের মাধ্যমে নাব্য নদী ও নৌপথ গড়ে তোলা।
মিশন  (Mission) :
       খাল, বিল, জলাশয় ও সমুদ্র উপকূল রড়্গা ও দূষণমুক্ত রাখাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে নদ-নদী পুনরম্নদ্ধার ও সংরড়্গণ নিশ্চিত করা।

Contact Us

জাতীয় নদী রক্ষা কমিশন

166, Hossain Tower, Bir Pratik Golam Dastagir Road, Naya Paltan, Dhaka 1000, Bangladesh

Open Jobs

Empty