বি-আর পাওয়ারজেন লিঃ

বি-আর পাওয়ারজেন লিঃ

Branches

বি-আর পাওয়ারজেন লিঃ

About:

বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কারী প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি যাহা সরকারের ভিশন বাস্তবায়নকল্পে ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর অঙ্গীকার পূরণের লক্ষ্যে নিরলস ভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ও রুরাল পাওয়ার কোম্পানি লিঃ (আরপিসিএল) এর যৌথ উদ্যোগে সমঅংশীদারিত্বের ভিত্তিতে ২০১০ সালের ১০ নভেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবদ্ধক এর দপ্তর হতে বিআরপিএল নিবন্ধিত হয়।
বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করে আসছে। উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মানে বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) বিদ্যুৎ উৎপাদন করে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় উল্লেখ যোগ্য অবদান রাখছে।

Mission & Vission:

দেশের ক্রমর্বধমান বিদ্যুৎ চাহিদা পূরনের লক্ষ্যে সরকারের গৃহীত পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ।

Facilities:

As a company policy 

Contact Us

বি-আর পাওয়ারজেন লিঃ

মিরসরাই ১৫০ মেঃ ওঃ বিদ্যুৎ কেন্দ্র

Open Jobs

Empty