শিল্প মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
About:
বাংলাদেশ স্বাধীনতা লাভের পূর্বে সাবেক পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বানিজ্য ও শিল্প ডিপার্টমেন্ট এর মাধ্যমে শিল্প সম্পর্কিত কর্মকান্ড পরিচালিত হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করা হয়। পরবর্তীতে শিল্প ও বাণিজ্য দু’টি আলাদা মন্ত্রণালয় হিসেবে আত্বপ্রকাশ করে। অতঃপর শিল্প মন্ত্রণালয়ের কর্মপরিধিভুক্ত পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, প্রাইভেটাইজেশন কমিশনও শিল্প মন্ত্রণালয় থেকে পৃথক হয়ে যায়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বর্তমানে ৪টি সংস্থা, ৬টি দপ্তর/অধিদপ্তর এবং একটি বোর্ড কাজ করছে। এগুলোঃ
সংস্থাঃ
১. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)
২. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)
৩. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)
৪. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
দপ্তরঃ
১. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)
৩. বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
৪. ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
৫. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর
৬. প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
বোর্ডঃ
বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড
বর্তমানে ৬টি অনুবিভাগের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুবিভাগগুলো হচ্ছেঃ
১. গবেষণা ও উন্নয়ন অনুবিভাগ
২. প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ
৩. স্বশাসিত সংস্থা অনুবিভাগ
৪. অডিট ও অধিদপ্তর অনুবিভাগ
৫. বিরাষ্ট্রীয়করণ আইন, নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা অনুবিভাগ
৬. পরিকল্পনা অনুবিভাগ
শিল্প মন্ত্রণালয়ে বর্তমানে ০১ জন সচিব, ০৫ জন অতিরিক্ত সচিব, ১৫ জন যুগ্ম-সচিব, ০১ জন যুগ্ম-প্রধান, ১৭ জন উপ-সচিব, ০১ জন উপ-প্রধান, ০১ জন সিস্টেম এনালিস্ট, ১৬ জন সিনিয়র সহকারি/সহকারি সচিব, ০৪ জন সিনিয়র সহকারি প্রধান/সহকারি প্রধান, ০১ জন সহকারি প্রোগ্রামার ও ০১ জন হিসাব রক্ষণ কর্মকর্তা কর্মরত আছেন।
Mission & Vission:
Vision: Industrially developed middle income country.
Mission: Accelerating Industrialisation through formulating appropriate Industrial policy, reformulating & renovating state owned enterprises, developing SME's, micro & cottage industries, protecting standards of products and intellectual property rights and enhancing productivity.
Contact Us
শিল্প মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঠিকানা:৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০