শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইন্সটিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইন্সটিটিউট

  • 1 - 5
  • 2019

Categories

Branches

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইন্সটিটিউট

About:

বাংলাদেশে ১৯৮৬ সালে দেশের প্রথম প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়। তখন এর শয্যার সংখ্যা ছিল মাত্র ছয়টি। পরে অধ্যাপক ডা. সামন্ত লালের প্রচেষ্টায় ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে স্বতন্ত্র ৬-তলা ভবনে ৫০ শয্যার পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে কার্যক্রম শুরু করে।[৪] পরবর্তীকালে এর শয্যাসংখ্যা আরও ৫০ বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করা হয়।[৫] ২০১০ সালের ৩রা জুন পুরাতন ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৭ জনের মৃত্যুর পর এবং পরবর্তীতে নির্বাচনী সংহিংসতা ও দেশের বিভিন্ন কলকারখানায় অগ্নিকাণ্ডজনিত দূর্ঘটনাজনিত কারণে বার্ন ইউনিটের গুরুত্ব জোরালো হয়। ২০১৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের শয্যাসংখ্যা ৩০০-এ উন্নীতকরণ ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এর উদ্যোগ নেয়া হয়।[৫]


এর ধারাবাহিকতায় চানখারপুলের টিবি হাসপাতালকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সাথে সংযুক্ত করে ওই জমিতে ৫০০ শয্যার এই ইন্সটিটিউট গড়ে তোলার পরিকল্পনা করা হয়।[৬] ২০১৫ সালের ২৭শে ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত প্লাস্টিক সার্জারি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মানের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন যা ২০১৫ সালের নভেম্বর মাসে একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের ৬ই এপ্রিল ঢাকার চাঁনখারপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং একই বছরের ২৭শে এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর নির্মাণ কাজ শুরু করে।[৭][৮] ২০১৮ সালের ২৪শে অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন[৬][৯][১০] আর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয় ৪ঠা জুলাই ২০১৯ থেকে

Mission & Vission:

N/A

Facilities:

As a company policy

Preferred Work Types:

Medical 

Contact Us

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইন্সটিটিউট

৬৩, এ এইচ এম কামরুজ্জামান সরণি, চানখারপুল, ঢাকা, বাংলাদেশ

Open Jobs

Empty