কর্মসংস্থান ব্যাংক

কর্মসংস্থান ব্যাংক

Branches

কর্মসংস্থান ব্যাংক

About:

সরকারি/বেসরকারি অন্যান্য বিশেষায়িত উদ্যোগের পাশাপাশি সরকার দেশের বেকার যুবদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৯৯৮ সনের ৭ নং আইন বলে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠার পর হতে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী দেশের বেকার যুবদের আত্মকর্মসংস্থানে নিজেদেরকে নিয়োজিত রাখার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দেশের নানাবিধ অর্থনৈতিক সমস্যার মধ্যে বেকার সমস্যা অন্যতম প্রধান। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৩.০০ কোটি লোক বেকার। এ বিপুল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। তা সত্ত্বেও দেশের প্রতিটি পরিবারে একজন সদস্যের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক এ দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নে নিজেদেরকে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করতে বিগত অর্থ-বছরে দেশব্যাপী ৩৩টি আঞ্চলিক কার্যালয় ও ২৪৬টি শাখার মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ১০০০.০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮০০.০০ কোটি টাকা এবং প্রকৃত পরিশোধিত মূলধন ৪৯৯.৫০ কোটি টাকা। বর্ণিত অর্থ দ্বারা ২৮.০২.২০১৯ তারিখ পর্যন্ত পুঞ্জীভূতভাবে মোট ৫৪৮৬.২২ কোটি টাকা ঋণ বিতরণ এবং এর বিপরীতে ৪৮০০.৪৪ কোটি টাকা ঋণ আদায় করা হয়েছে। এ ঋণ সহায়তার মাধ্যমে প্রত্যক্ষভাবে ৫৭৪৯৮৯জন ঋণ গ্রহীতাসহ পরোক্ষভাবে ২০৭৫৭১০ জনের কর্মসংস্থান হয়েছে। এছাড়া ব্যাংক আদায়যোগ্য ঋণ আদায়ের পাশাপাশি শ্রেণীকৃত ঋণের হারও সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে যা ৫% এবং এ শ্রেণীকৃত ঋণের বিপরীতে কোন প্রভিশন ঘাটতি নেই। মুনাফা অর্জন ব্যাংকের প্রাথমিক লক্ষ্য না হলেও নিয়ন্ত্রিত ব্যয় এবং নিবিড় তদারকীর মাধ্যমে ঋণ নগদে আদায় অব্যাহত রাখায় প্রতিষ্ঠার পর হতে প্রতি বছরই ব্যাংক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। বিগত ২০১৭-২০১৮ অর্থ-বছরে ব্যাংক ১.৭১ কোটি টাকা পরিচালনগত মুনাফা অর্জন করেছে।
ব্যাংক সরকারি কোষাগারে আয়কর বাবদ ২৮.০২.২০১৯ তারিখ পর্যন্ত সর্বমোট ৭০.৭৬ কোটি টাকা পরিশোধ করেছে। ব্যাংকের আর্থিক অবস্থান সুদৃঢ় ও দায় পরিশোধের লক্ষ্যে প্রতি বছরই রিজার্ভ সংরক্ষণ করেছে। এ রিজার্ভের পরিমাণ ৭৩.৮৪ কোটি টাকা। চলতি অর্থ-বছরের ২৮.০৩.২০১৯ পর্যন্ত ব্যাংক ৭৫৬.৮০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। 
২৮.০৩.২০১৯ তারিখে ব্যাংকের জনবল ১,৪১০ জন । প্রতিটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি তার দক্ষ জনবল। জনবলের দক্ষতা আনয়নে কর্মসংস্থান ব্যাংকে রয়েছে ১টি ট্রেনিং ইনস্টিটিউট। ট্রেনিং ইনস্টিটিউটে ২০১৮-২০১৯ অর্থ-বছরে ব্যাংকের  কর্মকর্তাদেরকে  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
কর্মী বাহিনীর সততা, একাগ্রতা ও নিষ্ঠাই অত্র প্রতিষ্ঠানের সাফল্য বয়ে এনেছে। প্রাথমিক পর্যায়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ কিছু আর্থিক সুবিধা হতে বঞ্চিত হলেও বর্তমানে অন্যান্য সরকারি ব্যাংকের ন্যায় প্রায় সকল সুযোগ সুবিধা পাচ্ছে। যার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল, উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের নীতিমালা প্রণয়নের জন্য রয়েছে অভিজ্ঞ পরিচালনা বোর্ড এবং বোর্ডের সদস্যবৃন্দ মূলত: উচ্চ পদস্থ সরকারি অভিজ্ঞ কর্মকর্তা যাদের সহযোগিতায় ব্যাংকের নীতিমালা প্রণীত হয়ে থাকে এবং ব্যাংক পরিচলিনায় যথেষ্ট সহায়তা পাওয়া যায়। বোর্ড ব্যাংকের নীতি নির্ধারণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যথাযথ পরামর্শ প্রদান করে আসছে যা এ সাফল্যের মূল নিয়ামক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

Mission & Vission:

সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা ;
ঋণ গ্রহীতাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা ;
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের অনুমোদন সাপেক্ষে কোন দাতা সংস্থা বা প্রতিষ্ঠান হতে ঋণ অথবা অনুদান গ্রহন এবং প্রাতিষ্ঠানিক সঞ্চয় সংগ্রহ ;
দেশের সকল অঞ্চলে সুষম উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল উপজেলায় শাখা খোলা ;
ডিজিটাল বাংলাদেশ গঠন এবং এক্সেস টু ইনফরমেশন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকের যাবতীয় কার্যাবলী কম্পিউটারাইজেশন এর আওতায় আনায়ন ;
 কারদের প্রশিক্ষণ, কল্যাণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরিচালনা করা ;
 বেকার কর্মশক্তিকে বিনিয়োগ বিশেষ করে কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ কুটির শিল্পে বিনিয়োগে উৎসাহিত করে বেকার যুব সমাজকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা ;
যুবদের মূল্যবান সম্পদ নিরাপদ হেফাজতে সংরক্ষণপূর্বক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণ ;
ঋণ গ্রহীতাদের ব্যবস্থাপনা, বিপণন, কারিগরী ও প্রশাসনিক সহায়তা প্রদান করে কম খরচে পণ্য ও সেবা প্রদান করা ;
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে এজেন্ট হিসাবে কার্যক্রম পরিচালনাপূর্বক আর্থিক লেনদেন এর পরিধি (ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ) বিস্তৃতকরণ ;
দেশের অভ্যন্তরে অর্থ এবং সিকিউরিটিজ গ্রহণ, সংগ্রহ, প্রেরণ ও পরিশোধ করে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য সৃষ্টি করা ;
 দশে কর্মসংস্থান, বিশেষ করে, আত্ম-কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, গবেষণা এবং প্রকাশনার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ করা ;
 সকল ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ।

Facilities:

N/A

Preferred Work Types:

N/A

Contact Us

কর্মসংস্থান ব্যাংক

১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০

Open Jobs

Empty